রাজশাহী , শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল আ. লীগ নেতা বাবুলের জানাজায় জেলা সভাপতি অনিল কুমার লাঞ্ছিত এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: খায়রুজ্জামান লিটন প্রাথমিক শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তীব্র গরমে পাকিস্তানে হাঁসফাঁস, ছয়দিনে ৫ শতাধিক মানুষের মৃত্যু সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী আজ বেনজীরের ৭ পাসপোর্টের সন্ধান মা হারালেন সাবেক অধিনায়ক পাইলট পরীমণির সঙ্গে রাত্রীযাপন : চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? বাংলাদেশকে হারিয়ে সেমিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়ার বিদায় ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

জয়পুরহাটে জমে উঠেছে কোরবানীর পশুরহাট

Adds Banner_2024

জয়পুরহাটে জমে উঠেছে কোরবানীর পশুরহাট।জেলায় এবার কোরবানির জন্য পশুর চাহিদা ১ লাখ ৬৬ হাজার ৩৮৫ টি থাকলেও পশু মজুদ রয়েছে ৩ লাখ ৯ হাজার ২৭১টি। উদ্বৃত্ত পশুর সংখ্য ১ লাখ ৪২ হাজার ৮৮৬টি । জেলায় পশুর হাটবাজার ও গ্রামে ঘুরে সাধারণ ক্রেতা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পাইকাররা তাদের পছন্দ মতো গুরু ছাগল কিনছেন।আবার অনলাইনেও চলছে কোরবানির পশু কেনা-বেচা।

জেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্র জানিয়েছেন, ছোট-বড় মিলে জেলায় ১৩ হাজার ৩১৭টি পশুর খামার রয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জেলায় এবার ১ লাখ ৬৬ হাজার ৩৮৫টি পশু কোরবানি হবে,এমনটায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে জেলার খামার পর্যায়ে পশু মজুদ রয়েছে ৩ লাখ ৯ হাজার ২৭১টি।এরমধ্যে ষাড় গরু ৪৩ হাজার ৬৫৬, বলদ গরু ২৭ হাজার ২২৪,গাভী ৪৪ হাজার ৪৪৯,মহিষ ৪১৩, ছাগল ১ লাখ ৪৪ হাজার ৫২৩ এবং ভেড়া রয়েছে ৪৯ হাজার ৬টি। যা জেলায় কোরবানির চাহিদা মিটিনোর পাশ-পাশি উদ্বৃত্ত হিসেবে ১ লাখ ৪২ হাজার ৮৮৬টি পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে। খামারগুলোতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পশু মোটাতাজা করণ কর্মসূচীর আওতায় লালন-পালন করা হয়ে থাকে।

জেলায় সাধারণত ৯টি পশুর হাট থাকলেও ঈদ উপলক্ষে ছোট-বড় মিলে পশুর হাট বসছে ২৩টি।সকাল থেকে শুরু করে কেনা-বেচা চলছে সন্ধ্যা অবদি। নগদ টাকা লেনদেনের ঝুঁকি এরাতে জেলা প্রাণী সম্পদ বিভাগ এবার অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকিং সুবিধা নিয়ে ক্যাশলেস পশু কেনা-বেচার উদ্যোগ গ্রহণ করেছেন।

গ্রামীণ পর্যায়ে গরু-ছাগলের খামার তৈরিতে সরকারের বহুমাত্রিক আয়বর্ধন মূলক কর্মসূচি বাস্তবায়নের ফলে সাধারণ মানুষ এখন অভাবকে দূরে ঠেলে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন গরু-ছাগলের খামার করে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক জাফর আলী মল্লিক জানিয়েছেন,জয়পুরহাট জোনাল অফিস এবার প্রাণী সম্পদ খাতে ৩০ কোটি ১৮ লাখ টাকা ঋণ বিতরণ করেছেন। জেলা শহরের সবচেয়ে বড় পশুরহাট নতুনহাট,সরেজমিন খামারীদের সাখে কথা বলে জানা গেছে,জেলার সতর উপজেলার গতনশহর এলাকার খামারী মুনসুর রহমান,বুলু পাড়ার দুলাল,পাথুরিয়া গ্রামের আইয়ুব আলী,ধলাহারের মল্লিকপুর গ্রামের হবিবর মাস্টার জানিয়েছেন, এবার গরুর বাজার ভালো থাকায় গরু বিক্রি করে লাভবান হচ্ছেন খামারীরা।এবার জয়পুরহাটের পশুরহাটে ১ হাজার কেজি ওজনের গরু ৭ লাখ টাকায় কেনা-বেচা হয়েছে ।

এবার ঢাকা,চট্রগ্রাম,সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা গরুর কিছু পাইকারা স্থানীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গ্রামে ও হাটে কোরবানির পশু কিনছেন, তবে এর সংখ্যা খুব কম বলে জানিয়েছেন তারা, এবার ছোট ও মাঝারী সাইজের গরুর চাহিদা বেশী বলে জানিয়েছেন, জেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশন সভাপতি শাদমান আলিফ মিম রায়হান জয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দিন জানিয়েছেন,রোগাক্রান্ত পশু যেন কেউ কেনা-বেচা করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানিয়েছে,পশুর হাটবাজারগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও জাল টাকা রোধে চেক পোস্ট বসানো,গ্রামীণ পর্যায়ে যাতে করে গরু চুরি না হয় সে জন্য চৌকিদার সমন্বয়ে পাহারা জোরদার করা এবং সাধারণ পুলিশের পাশা-পাশি গোয়েন্দা পুলিশও কাজ করছেন। এ ছাড়াও অতিরিক্ত টাকা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

Adds Banner_2024
জনপ্রিয় পোস্ট

জয়পুরহাটে জমে উঠেছে কোরবানীর পশুরহাট

আপডেটের সময় : ১০:৩৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

জয়পুরহাটে জমে উঠেছে কোরবানীর পশুরহাট।জেলায় এবার কোরবানির জন্য পশুর চাহিদা ১ লাখ ৬৬ হাজার ৩৮৫ টি থাকলেও পশু মজুদ রয়েছে ৩ লাখ ৯ হাজার ২৭১টি। উদ্বৃত্ত পশুর সংখ্য ১ লাখ ৪২ হাজার ৮৮৬টি । জেলায় পশুর হাটবাজার ও গ্রামে ঘুরে সাধারণ ক্রেতা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পাইকাররা তাদের পছন্দ মতো গুরু ছাগল কিনছেন।আবার অনলাইনেও চলছে কোরবানির পশু কেনা-বেচা।

জেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্র জানিয়েছেন, ছোট-বড় মিলে জেলায় ১৩ হাজার ৩১৭টি পশুর খামার রয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জেলায় এবার ১ লাখ ৬৬ হাজার ৩৮৫টি পশু কোরবানি হবে,এমনটায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে জেলার খামার পর্যায়ে পশু মজুদ রয়েছে ৩ লাখ ৯ হাজার ২৭১টি।এরমধ্যে ষাড় গরু ৪৩ হাজার ৬৫৬, বলদ গরু ২৭ হাজার ২২৪,গাভী ৪৪ হাজার ৪৪৯,মহিষ ৪১৩, ছাগল ১ লাখ ৪৪ হাজার ৫২৩ এবং ভেড়া রয়েছে ৪৯ হাজার ৬টি। যা জেলায় কোরবানির চাহিদা মিটিনোর পাশ-পাশি উদ্বৃত্ত হিসেবে ১ লাখ ৪২ হাজার ৮৮৬টি পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে। খামারগুলোতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পশু মোটাতাজা করণ কর্মসূচীর আওতায় লালন-পালন করা হয়ে থাকে।

জেলায় সাধারণত ৯টি পশুর হাট থাকলেও ঈদ উপলক্ষে ছোট-বড় মিলে পশুর হাট বসছে ২৩টি।সকাল থেকে শুরু করে কেনা-বেচা চলছে সন্ধ্যা অবদি। নগদ টাকা লেনদেনের ঝুঁকি এরাতে জেলা প্রাণী সম্পদ বিভাগ এবার অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকিং সুবিধা নিয়ে ক্যাশলেস পশু কেনা-বেচার উদ্যোগ গ্রহণ করেছেন।

গ্রামীণ পর্যায়ে গরু-ছাগলের খামার তৈরিতে সরকারের বহুমাত্রিক আয়বর্ধন মূলক কর্মসূচি বাস্তবায়নের ফলে সাধারণ মানুষ এখন অভাবকে দূরে ঠেলে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন গরু-ছাগলের খামার করে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক জাফর আলী মল্লিক জানিয়েছেন,জয়পুরহাট জোনাল অফিস এবার প্রাণী সম্পদ খাতে ৩০ কোটি ১৮ লাখ টাকা ঋণ বিতরণ করেছেন। জেলা শহরের সবচেয়ে বড় পশুরহাট নতুনহাট,সরেজমিন খামারীদের সাখে কথা বলে জানা গেছে,জেলার সতর উপজেলার গতনশহর এলাকার খামারী মুনসুর রহমান,বুলু পাড়ার দুলাল,পাথুরিয়া গ্রামের আইয়ুব আলী,ধলাহারের মল্লিকপুর গ্রামের হবিবর মাস্টার জানিয়েছেন, এবার গরুর বাজার ভালো থাকায় গরু বিক্রি করে লাভবান হচ্ছেন খামারীরা।এবার জয়পুরহাটের পশুরহাটে ১ হাজার কেজি ওজনের গরু ৭ লাখ টাকায় কেনা-বেচা হয়েছে ।

এবার ঢাকা,চট্রগ্রাম,সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা গরুর কিছু পাইকারা স্থানীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গ্রামে ও হাটে কোরবানির পশু কিনছেন, তবে এর সংখ্যা খুব কম বলে জানিয়েছেন তারা, এবার ছোট ও মাঝারী সাইজের গরুর চাহিদা বেশী বলে জানিয়েছেন, জেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশন সভাপতি শাদমান আলিফ মিম রায়হান জয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দিন জানিয়েছেন,রোগাক্রান্ত পশু যেন কেউ কেনা-বেচা করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানিয়েছে,পশুর হাটবাজারগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও জাল টাকা রোধে চেক পোস্ট বসানো,গ্রামীণ পর্যায়ে যাতে করে গরু চুরি না হয় সে জন্য চৌকিদার সমন্বয়ে পাহারা জোরদার করা এবং সাধারণ পুলিশের পাশা-পাশি গোয়েন্দা পুলিশও কাজ করছেন। এ ছাড়াও অতিরিক্ত টাকা লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।