রাজশাহী , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের ১০১তম জন্মবার্ষিকী আজ বেনজীরের ৭ পাসপোর্টের সন্ধান মা হারালেন সাবেক অধিনায়ক পাইলট পরীমণির সঙ্গে রাত্রীযাপন : চাকরি হারালেন সেই পুলিশ কর্মকর্তা ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? বাংলাদেশকে হারিয়ে সেমিতে আফগানিস্তান, অস্ট্রেলিয়ার বিদায় ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ তিস্তা মহাপরিকল্পনায় চীন-ভারতের ভারসাম্য কীভাবে? বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন সম্ভব নয় : মমতা মারা গেছেন ‘জল্লাদ’ শাহজাহান ‘প্রযুক্তিজ্ঞান ছাড়া দেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না’ দুদকে হা‌জির হন‌নি বেনজীর, আইন অনুযায়ী ব্যবস্থা রাজশাহীতে দেখা মিলল সাত রাসেলস ভাইপারের, পিটিয়ে মারলো এলাকাবাসী নগর যুবলীগের পদ থেকে সরে দাঁড়ালেন শফিকুজ্জামান শফিক আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী বন্যায় স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন পরীক্ষা আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে রাসিক মেয়র লিটনের নির্বাচনী প্রতিশ্রুতি

৫৭ বছরে এসএসসি পাস কর‌লেন পুলিশ সদস্য আব্দুস সামাদ

  • আপডেটের সময় : ০৮:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • ১ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বগুড়ায় কর্মরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আব্দুস সামাদ (৫৭)। নাটোরের লালপুর মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থে‌কে তি‌নি এ অর্জন ক‌রেন। রোববার (১২ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

অষ্টম শ্রেণি পাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ৩৭ বছর আগে আব্দুস সামাদ পুলিশ বিভাগে যোগদান করেন। আব্দুস সামাদের এই অর্জনে তার সহকর্মীরা বলছেন, এটি ছোট-বড় সকলের জন্য অনুকরণীয়।

Trulli

আব্দুস সামাদ রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে ঢাকায় রয়েছেন। মেয়েটির বিবিএ পড়া অবস্থায় বিয়ে হয়। আর ছোট ছেলে ইলেক্ট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করছেন।

আব্দুস সামাদ ব‌লেন, গত দুই মাস হলো বগুড়া কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলেন। সেখানে থাকা অবস্থায় ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ার সুবাদে নাটোরের লালপুরের ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন। তবে পরীক্ষার রেজাল্টের আগে বগুড়ায় বদলী হয় তার।

তিনি জানান, প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পান তিনি। সে সময় তার এসএসসি সম্পন্ন করা ছিল না। চাকরির মেয়াদও শেষের দিকে। আর মাত্র দু মাস বাকি। চাকরি শেষে অবসরটা বসে না থেকে কিছু করতে চান। এ জন্য নতুন করে পড়ালেখা শুরু করা। এবার এইচএসসি পাসের জন্য বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হবেন।

তি‌নি ব‌লেন, ‘অবসরের জীবনটা এমনি এমনি কাটাতে চাই না। আমার অনেক দিনের ইচ্ছা হোমিও চিকিৎসা পেশায় আসা। সেই উদ্দেশ্য নিয়ে এসএসসি দিয়েছি। আমার ইচ্ছা আছে বগুড়ার হোমিও কলেজ থেকে পড়ালেখা করার।’

পুলিশ সদস্য আব্দুস ছামাদের এসএসসি পাসের বিষয়টি তার কর্মস্থলের সবাই জেনেছেন। এজন্য সবাই তাকে সাধুবাদও দিচ্ছেন।

বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান বলেন, ‘চাকরি জীবনের প্রায় শেষ বয়সে এসে এসএসসি পাস করা খুব আনন্দের বিষয়। এতে বোঝা যায়, শিক্ষার প্রতি তার আগ্রহ এবং অনুরাগ রয়ে গেছে। আমরা এ বিষয়টি সাধুবাদ জানাই। যখন তিনি পুলিশে ভর্তি হয়েছিলেন, অষ্টম শ্রেণি পাস করে যোগদান করা যেত। তিনিও সেটাই করেন। পরবর্তীতে হয়ত বিভিন্ন ব্যস্ততার কারণে, সুযোগ-সুবিধার অভাবে পড়তে পারেননি।’

মাহবুবুল ইসলাম আরও বলেন, আব্দুস সামাদ শেষ বয়সে এসে এসএসসি পাস করল এটা ছোট-বড় সবার জন্য অনুকরণীয় হতে পারে। সবাই উপলব্ধি করুক যে শিক্ষা গ্রহণের বয়স নেই।

Adds Banner_2024
Adds Banner_2024

গ্রাহকের ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা : পলক

Adds Banner_2024

৫৭ বছরে এসএসসি পাস কর‌লেন পুলিশ সদস্য আব্দুস সামাদ

আপডেটের সময় : ০৮:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

জনপদ ডেস্ক: চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বগুড়ায় কর্মরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আব্দুস সামাদ (৫৭)। নাটোরের লালপুর মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থে‌কে তি‌নি এ অর্জন ক‌রেন। রোববার (১২ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

অষ্টম শ্রেণি পাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ৩৭ বছর আগে আব্দুস সামাদ পুলিশ বিভাগে যোগদান করেন। আব্দুস সামাদের এই অর্জনে তার সহকর্মীরা বলছেন, এটি ছোট-বড় সকলের জন্য অনুকরণীয়।

Trulli

আব্দুস সামাদ রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে ঢাকায় রয়েছেন। মেয়েটির বিবিএ পড়া অবস্থায় বিয়ে হয়। আর ছোট ছেলে ইলেক্ট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করছেন।

আব্দুস সামাদ ব‌লেন, গত দুই মাস হলো বগুড়া কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলেন। সেখানে থাকা অবস্থায় ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ার সুবাদে নাটোরের লালপুরের ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন। তবে পরীক্ষার রেজাল্টের আগে বগুড়ায় বদলী হয় তার।

তিনি জানান, প্রায় ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পান তিনি। সে সময় তার এসএসসি সম্পন্ন করা ছিল না। চাকরির মেয়াদও শেষের দিকে। আর মাত্র দু মাস বাকি। চাকরি শেষে অবসরটা বসে না থেকে কিছু করতে চান। এ জন্য নতুন করে পড়ালেখা শুরু করা। এবার এইচএসসি পাসের জন্য বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হবেন।

তি‌নি ব‌লেন, ‘অবসরের জীবনটা এমনি এমনি কাটাতে চাই না। আমার অনেক দিনের ইচ্ছা হোমিও চিকিৎসা পেশায় আসা। সেই উদ্দেশ্য নিয়ে এসএসসি দিয়েছি। আমার ইচ্ছা আছে বগুড়ার হোমিও কলেজ থেকে পড়ালেখা করার।’

পুলিশ সদস্য আব্দুস ছামাদের এসএসসি পাসের বিষয়টি তার কর্মস্থলের সবাই জেনেছেন। এজন্য সবাই তাকে সাধুবাদও দিচ্ছেন।

বগুড়া সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুল ইসলাম খান বলেন, ‘চাকরি জীবনের প্রায় শেষ বয়সে এসে এসএসসি পাস করা খুব আনন্দের বিষয়। এতে বোঝা যায়, শিক্ষার প্রতি তার আগ্রহ এবং অনুরাগ রয়ে গেছে। আমরা এ বিষয়টি সাধুবাদ জানাই। যখন তিনি পুলিশে ভর্তি হয়েছিলেন, অষ্টম শ্রেণি পাস করে যোগদান করা যেত। তিনিও সেটাই করেন। পরবর্তীতে হয়ত বিভিন্ন ব্যস্ততার কারণে, সুযোগ-সুবিধার অভাবে পড়তে পারেননি।’

মাহবুবুল ইসলাম আরও বলেন, আব্দুস সামাদ শেষ বয়সে এসে এসএসসি পাস করল এটা ছোট-বড় সবার জন্য অনুকরণীয় হতে পারে। সবাই উপলব্ধি করুক যে শিক্ষা গ্রহণের বয়স নেই।