জাতীয়

১৮ তারিখে রহস্য খুলবেন সোহেল তাজ !

ঢাকা প্রতিনিধি: বাড়ি বাড়ি গিয়ে দরজায় কড়া নেড়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছিল। অনেকেই বলেছিলন, কী করতে চলেছেন তিনি। সেই রহস্য এবার খুববেন সোহেল তাজ নিজেই। এ বিষয়ে বিস্তারিত তথ্য বা এর বিষয়বস্তু জানাতে সংবাদ সম্মেলনে আসছেন তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার একটি ভিডিও পোস্টের মাধ্যমে সোহেল তাজ বিষয়টি জানিয়েছেন।

ভিডিওবার্তায় সোহেল তাজ বলেন, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আপনাদের তো স্মরণ আছে, আমি ফেসবুক পেজে একটি টিজার ছেড়েছিলাম। সেই টিজারে আপনাদের দরজায় কড়া নাড়ছিলাম এবং আমি বলেছিলাম, খুব শিগগিরই আপনাদের এর বিষয়বস্তুটা জানাবো।

‘আজ আমি একটি সু-খবর নিয়ে এসেছি। যে আমি প্রস্তুত আপনাদের বিষয়বস্তুটা জানানোর জন্য। আমি আগামী ১৮ তারিখে একটি সংবাদ সেম্মলনের মাধ্যমে বিষয়বস্তু সমস্তকিছু আপনাদের সামনে তুলে ধরব।’

‘আমি এটুকু আপনাদের বলব, আমি যে কাজই করি না কেন, সমাজ ও মানুষের কল্যাণেই করব। একটি সোনার বাংলা গড়ার জন্য, সোনার মানুষ তৈরি করা জন্য কাজ করে যাব। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আগামী ১৮ তারিখ আপনারা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন,’- বলেন সাবেক এই প্রতিমন্ত্রী।

দরজায় কড়া নাড়ার ওই টিজারটি গত ৩ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন সোহেল তাজ। সেখানে দেখা যায়, মোটরসাইকেল চালিয়ে গ্রামের বিভিন্ন বাড়ি গিয়ে দরজায় কড়া নাড়ছেন।

ভিডিওটিতে বিস্তারিত আর কিছু না থাকায় প্রশ্ন উঠেছিল কী করতে চাচ্ছেন সোহেল তাজ।

২১ সেকেন্ডের ওই টিজারে দেখা যায়, ফিল্মি স্টাইলে অ্যাকশন হিরোর মতো চোখে কালো চশমা পড়ে মোটরসাইকেল চালিয়ে ঘুরে ঘুরে গ্রামের বিভিন্ন বাড়ি যাচ্ছেন সোহেল তাজ। গ্রামের সাধারণ মাটির ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছেন।

দরজায় টোকা দেয়ার সময় স্ক্রিনে লেখা ভাসছে, ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়’, ‘আপনি রেডি তো?’

সেই টিজারের নিচে ছোট ক্যাপশন সোহেল তাজ লিখেন, ‘গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।’

২০০৯ সালের ৩১ মে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আর তেমনভাবে রাজনীতিতে দেখা যায়নি সোহেল তাজকে। নিজ দল সরকারের দায়িত্বে থাকলেও অজানা কারণে তিনি দূরে রয়েছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button