জাতীয়

ফেসবুকে লুবাবাকে ট্রলকারীকে আটক করেছে ডিবি

জনপদ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করার কারণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল শিশুশিল্পী সিমরিন লুবাবা। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ট্রলকারীকে আটক করেছে ডিবি।

সোমবার (২০ নভেম্বর) একটি ফোনালাপের অডিও ফাঁস হওয়ার ব্যাপারে অভিযোগ জানাতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান অভিনেত্রী তানজিন তিশা। এরপর তার অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান হারুন অর রশীদ। এসময় শিশুশিল্পী লুবাবাকে ট্রোল কারীকে আটক করার বিষয়টিও জানান তিনি।

ডিবি প্রধান বলেন, ধনী, গরীব, তারকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডিবির কাছে আসে এবং অভিযোগ করেন। আমরা তাদের অভিযোগ রাখি এবং তদন্ত করা হয়।

তিনি বলেন, তানজিন তিশার মতো শিশুশিল্পী সিমরিন লুবাবাও এসেছিল আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবাও লিখিতভাবে অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি এবং এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, গত ১৫ নভেম্বর দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে ডিবি প্রধান হারুনের সঙ্গে দেখা করেন শিশুশিল্পী লুবাবা ও তার পরিবার।

সেদিন ডিবি কার্যালয়ে যাওয়ার ব্যাপারে এক প্রশ্নে  লুবাবার মা বলেন, ‘তেমন কিছু না। এমনি এসেছিলাম। এই পথ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম হারুন ভাইয়ের সঙ্গে দেখা করে যাই।

যদিও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেসবুকে লুবাবার নামে একের পর এক ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এছাড়া লুবাবার নামে টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে। এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য লুবাবা আজ ডিবি কার্যালয়ে যান।

প্রসঙ্গত, প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে সে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও।

বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর থেকে বিভিন্ন নাটক ও শর্টফিল্মে কাজ করছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button