রাজশাহীরাজশাহী মহানগর

জামায়াত-বিএনপির হরতালের প্রতিবাদে রাজশাহীতে মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে জামায়াত-বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রতিবাদে রাজশাহীতে মোটরসাইকেল শোডাউন করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

আজ সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ও যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে এ মোটরসাইকেল শোডাউন করা হয়।

“অবৈধ হরতাল মানি না মানবো না, আয় বিএনপি দেখে যা রাজপথে তোর বাপেরা, ঐ বিএনপি বাড়িস না পিঠের চামড়া থাকবে না” এমন স্লোগানে মোটরসাইকেল শোডাউনটি নগরীর উপশহর মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার সেখানে এসেই শেষ হয়।

এসময় রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময় বলেন, “বিএনপি-জামায়াত হরতালের নামে দেশের সম্পদ নষ্ট করছে, বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি করছে। দেশের মানুষ আগুন-সন্ত্রাস চায় না তারা শান্তি চায়। যা আওয়ামী লীগ সরকার দেশের জনগনকে দিয়েছে। আপনারা দেখছেন বিএনপি হরতাল,অবরোধ ডেকে আত্নগোপের চলে গেছে। দেশের কল্যানে দলটির কোনো ভূমিকা নেই। আমরা সবসময় আগুন-সন্ত্রাস রুখতে আমার অভিভাবক ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা আপার নির্দেশ রাজপথে সজাগ আছি এবং থাকব।”

জামায়াত-বিএনপিকে আগুন-সন্ত্রাসের দল উল্লেখ করে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিপু বলেন, “বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের কথা দেশের মানুষ ভুলে যায়নি। কিভাবে নিরপরাধ মানুষজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল তাঁরা সবাই মনে রেখেছে। আমরা দেখেছিলাম ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বিএনপি-জামায়াত চক্র জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করে। এখন আবার বিএনপি-জামায়াত এক হয়ে আগুন-সন্ত্রাস খেলায় মেতেছে। তাঁরা হরতাল-অবরোধ দিয়ে সেই আগের অবস্থায় ফিরে গেছে। জামায়াত-বিএনপির হরতাল-অবরোধে অসংখ্য বাস, ট্রেনসহ বিভিন্ন পরিবহনে আগুন দিয়ে যানমালের ক্ষতি করেছে। তাঁরা আগুন-সন্ত্রাসের দল আগেও ছিল এখনো আছে। আমরা তাঁদের আগুন-সন্ত্রাসীর খেলা রুখতে সর্বদা মাঠে প্রস্তুত আছি।”

শোডাউনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হাসনাইন মুত্ত্বাকী বিষ্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ শেখ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা সোহান, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মৃদুল ইসলাম (রিয়াজ), সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ ও আইএইচটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলামিন আকাশ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বিপু ও অর্থ বিষয়ক সম্পাদক আতাউল কাইয়ুম সানি, বারিন্দ্র মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরকার তরিকুল ইসলাম বনিসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। পরেই আবার ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যা গত রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করবে দু-দল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button