রাজশাহী , সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ঘুষ ছাড়া ভবনের প্ল্যান পাস করে না আরডিএ আজ বেই‌জিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ৫ এক দফা দাবিতে ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা কোটাবিরোধী আন্দোলন: রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন ও রেলপথ অবরোধের ঘোষণা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৫ জনের, আহত ২০ এবার ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ ঢাবি শিক্ষার্থীদের ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আজ টাইব্রেকারে ব্রাজিলের স্বপ্নভঙ্গ, সেমিতে উরুগুয়ে পবিত্র আশুরা ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাবি রোববার ক্লাস-পরীক্ষা বর্জনসহ ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা বঙ্গবন্ধুর বাল্যকালের স্কুলে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা বাবুল হত্যা : অভিযুক্ত পৌর মেয়র আক্কাছ গ্রেপ্তার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজশাহীর পদ্মার চরে হবে দৃষ্টিনন্দন পর্যটন নগরী দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

হোটেল থেকে জামায়াতের ১১ সদস্য আটক

  • আপডেটের সময় : ০৬:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় উগ্রবাদী বই ও লিফলেটসহ জামায়াতে ইসলামীর ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় জামায়াতে ইসলামী সদস্যদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে পৌর শহরের আবাসিক হোটেল আল হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক হয়।

Trulli

আহত পুলিশ সদস্যরা হলেন, মহিপুর থানার এসআই শহিদুল, কনস্টেবল হাসান, ফরদার ও মাসুম। তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন, হারুনর রশিদ (৫৭), আবদুল হান্নান (৫০), ফরিদুল হক (৫৬), মোফাজ্জেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আরিফ হোসেন (২৪), আজিজুর রহমান (৩৮), জাহিদুল ইসলাম (৪৬), শফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার (৩৭) ও হালিম হাওলাদার (৬৪)। তারা ঝালকাঠী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুলাই) ঝালকাঠি থেকে জামায়াত-শিবিরের ৫০ থেকে ৬০ জনের একটি দল কুয়াকাটায় এসে হোটেল আল-হেরার তৃতীয় তলায় তিনটি কক্ষ ভাড়া নেন। পরে শনিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, কর্মী সংগ্রহ কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অবস্থায় পুলিশ খবর পেয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যান।

পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আটককৃতরা বড় কর্মী সভা ও নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। । এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Adds Banner_2024

হোটেল থেকে জামায়াতের ১১ সদস্য আটক

আপডেটের সময় : ০৬:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

জনপদ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় উগ্রবাদী বই ও লিফলেটসহ জামায়াতে ইসলামীর ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় জামায়াতে ইসলামী সদস্যদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে পৌর শহরের আবাসিক হোটেল আল হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক হয়।

Trulli

আহত পুলিশ সদস্যরা হলেন, মহিপুর থানার এসআই শহিদুল, কনস্টেবল হাসান, ফরদার ও মাসুম। তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন, হারুনর রশিদ (৫৭), আবদুল হান্নান (৫০), ফরিদুল হক (৫৬), মোফাজ্জেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আরিফ হোসেন (২৪), আজিজুর রহমান (৩৮), জাহিদুল ইসলাম (৪৬), শফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার (৩৭) ও হালিম হাওলাদার (৬৪)। তারা ঝালকাঠী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুলাই) ঝালকাঠি থেকে জামায়াত-শিবিরের ৫০ থেকে ৬০ জনের একটি দল কুয়াকাটায় এসে হোটেল আল-হেরার তৃতীয় তলায় তিনটি কক্ষ ভাড়া নেন। পরে শনিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, কর্মী সংগ্রহ কাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অবস্থায় পুলিশ খবর পেয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যান।

পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আটককৃতরা বড় কর্মী সভা ও নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। । এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।