নির্বাচনরাজশাহীসারাবাংলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর শাস্তি – ইসি

জাহিদ হাসান সাব্বির : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জুন) সকালে বিভাগীয় কমিশনার জি.এস.এম জাফরুল্লাহ্ এনডিসি’র সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, আমাদের নির্বাচনি সংস্কৃতিতে অনেক কালো ও অপসংস্কৃতি রয়ে গেছে। একদিন হয়তো আমাদের ও আপনাদের সকলের চেষ্টায় অহিংসভাবে সুশৃঙ্খলভাবে নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে সকলে ভোট দিতে পারবে।

এসময় তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার‌ লক্ষ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, আপনাদেরকে নিরপেক্ষভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময়, এবারের রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের অংশ নেওয়া মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি নির্বাচনে এবার ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথমবারের মতো তাদের ভোট দেবেন।

গত বছর ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার। আগামী ২১ জুন সব ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার সম্ভাব্য ৩০টি ওর্য়াডে ১৫২টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button