রাজশাহীসারাবাংলা

নৌকা প্রার্থী খায়রুজ্জামানের লিটনের পক্ষে ডা: অর্ণা জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মতবিনিময় সভা ও গণসংযোগ এবং পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

বুধবার বিকেল ৫টায় সাধুর মোড় এলাকায় মতবিনিময় সভা করেন। এরপর ২৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন তিনি।

পথসভায় ডা. অর্ণা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সাধারণ মানুষের কাছে কিছু বার্তা নিয়ে যাচ্ছি আমরা, এর আগে প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছিলো তার বেশ খানিকটা পূরণ করা হয়েছে। আগামীতে যদি পুনরায় খায়রুজ্জামান লিটন আবার নির্বাচিত হন মেয়র হিসেবে তাহলে যেগুলো এখনো অসম্পর্ণ আছে সেই কাজগুলো সম্পুর্ণ হবে। এবং কর্মসংস্থান যেটি মানুষের বড় চাহিদা সেটাও পূরণ হবে।

তিনি আরো বলেন, প্রতিবারই যখন নির্বাচন আসে একটা অপপ্রচার তৈরি হয় যে নদীর ধারের বসতবাড়ি তুলে দেওয়া হবে। কিন্তু তাদেরকি আমি পরিষ্কার করে দিতে চাই। তাদেরকে তুলে দেওয়া হবে না। তাদের আবাসন ব্যবস্থা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর যে আশ্রয়ণ প্রকল্প আছে সেটা মাধ্যম দিয়ে করে দেওয়া হবে।

গণসংযোগকালে রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মহল্লা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button