ক্যাম্পাসরাজশাহীশিক্ষা

রাবি ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে পাসের হার ৪১.৩৫ শতাংশ

জনপদ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের গড় হার ৪১ দশমিক ৩৫ শতাংশ।

আজ সোমবার (৫ জুন) বিকেলে এই ফল প্রকাশিত হয়েছে। রাবি জনসংযোগ দপ্তরের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ৮৬৯ জন অংশ নেয়। পরীক্ষায় গ্রুপ-১ ‘এ’ পাস করেছে ২২ দশমিক ৪২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ৫০। গ্রুপ-২ ‘এ’ পাস করেছেন ৩৮ দশমিক ৩১ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৭৫ গ্রুপ-৩ ‘এ’ পাসের হার ৩২ দশমিক ৯৫ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮।

গ্রুপ-৪ ‘এ’ পাসেরর হার ২৪ দশমিক ৭৬ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ এবং গ্রুপ-৫ (অবিজ্ঞান) ‘এ’ পাসের হার ৮৮ দশমিক ৩২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৫০। পরীক্ষার বিস্তারিত ফলাফলসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd তে দেখা যাবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button