Breaking Newsআন্তর্জাতিক

ওড়িশায় আবারও ট্রেন লাইনচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন দিন পর লাইনচ্যুত হয়েছে আরও একটি মালবাহী ট্রেন। বালেশ্বরের দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে বারগড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।

মালবাহী ট্রেনটি চুনাপাথর নিয়ে যাচ্ছিলো। তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা এখনও জানা যায়নি।

রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডুংরি চুনাপাথর খনি এবং বারগড়ে একটি সিমেন্ট কারখানার মধ্যে ন্যারো গেজ লাইন রয়েছে।ওই রেলপথের সঙ্গে ভারতীয় রেল যুক্ত নয়। ওই লাইনেই মালবাহী ট্রেনটি লাইনচ্যুৃত হয়েছে।

ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে শুক্রবার (২জুন) ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন ‍নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি।

ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস।

পথে ওড়িশার বাহানাগা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button