যশোরসারাবাংলা

যশোরে শুরু হয়েছে বিএনপির সমাবেশ

জনপদ ডেস্কঃ উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিয়েই যশোরে বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে জনসমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। শনিবার (২৭ মে) শহরসহ আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে শহরের ভোলা ট্যাংক রোডে জড়ো হয়েছেন।

সমাবেশ ১২টায় শুরু করার কথা থাকলেও এসএসসি পরীক্ষার কারণে তা ১টা ১০ মিনিটে শুরু হয়। সমাবেশস্থল ভোলা ট্যাংক রোডের এক কিলোমিটার সড়ক জনস্রোতে পরিণত হয়েছে।

এদিকে শহরের টাউন হল ময়দানে সমাবেশ করছে যশোর সম্মিলিত পেশাজীবি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। অপরদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের হুশিয়ারি দেন।

জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, জেলার আট উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা গণপরিবহন, বাস, ট্রাক, মাইক্রোবাসে করে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন। স্লোগান নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন সেখানে। এছাড়া দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যুক্ত হয়েছে।

সমাবেশে যেতে বাধা দেওয়া হবে এমন আশঙ্কায় অনেকে শুক্রবার সন্ধ্যা থেকেই যশোরে বিভিন্ন বাসা-বাড়ি এবং মেসে অবস্থা নিয়েছিল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও কোনো আপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশে আসছে নেতাকর্মীরা। তেমন কোনো অপ্রীতিকার ঘটনা ঘটেনি। ১টা ১০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়েছে। এসএসসি পরীক্ষার কারণে আমরা অনুষ্ঠান দেরিতে শুরু করছি।

সকাল থেকেই সমাবেশ মঞ্চ থেকে বক্তৃতা চলছে। সমাবেশে যোগ দিতে যশোরে পৌঁছেছেন বিএনপি সিনিয়ার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button