রাজশাহী

টি-বাঁধ এলাকায় জনগণের সাথে কুশল বিনিময়ে খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন জনসাধারণের সাথে কুশল বিনিময় করেছেন।

শুক্রবার (২৬ মে) বিকেলে রাজশাহী মহানগরীর টি-বাঁধ এলাকায় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন এবং তাদের প্রাপ্তি ও প্রত্যাশা সম্পর্কে জানেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের অর্থনীতির চাকা অনেক সবল হয়েছে। আয়-উপার্জন বৃদ্ধি পেয়েছে। রপ্তানি আয়, রেমিটেন্স সব ক্ষেত্রে আয় বৃদ্ধি পেয়ে দেশ একটা সবল জায়গায় পৌছে গেছে।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, করোনার কারণে সারাবিশ্বের ন্যায় আমরা প্রায় দেড় বছর তেমন কাজ করতে পারিনি। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার দাম বৃদ্ধি কারণে কার্যক্রম ব্যহত হয়। মাত্র আড়াই বছরে আমরা একটা জায়গায় পৌছে গেছি। আপনারা সবাই মিলে সহযোগিতা করেছেন বলেই এই সুনাম অর্জন করা সম্ভব হয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের সঙ্গে থাকতে চাই।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button