Breaking Newsজাতীয়

দুটি প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়লো

জনপদ ডেস্ক: স্থানীয় সরকার বিভাগ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বাড়িয়েছে সরকার। এতে প্রকল্প দুটির ব্যয় ২২ কোটি টাকা বেড়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের প্যাকেজ নং-০৩.৫ এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত দোহা, স্টাপ, দেভ কন, ডিডিসি এবং আইডব্লইউএম’র মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১২ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ৪২৫ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের এক প্রস্তাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা-(২য় পর্যায়)’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত নেদারল্যান্ডের হাসকনিং ডিএইচভি বিভি এবং বাংলাদেশের দেব কনসালটেন্টের মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৯ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৮৭৫ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ভূমি রেকর্ড ও জরিপের আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির এক প্রস্তাবের প্রেক্ষিতে ২ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ইউএস ডলার ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button