আইন ও আদালত

কোরবানির পশুর হাটে হাসিল নেওয়া বন্ধ চেয়ে রিট

জনপদ ডেস্কঃ কোরবানির হাটে পশু কেনার পর ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে হাসিল নেওয়ার নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ঢাকা পোস্টকে বলেন, পশুর হাটে হাসিল আদায় করার কারণে পশুর দাম কয়েকগুণ বেড়ে যায়। এছাড়া মাংসের দাম বৃদ্ধির অন্যতম কারণ এই হাসিল আদায়।

এক প্রশ্নের জবাবে এ আইনজীবী বলেন, সরকারি ব্যবস্থাপনায় পশুর হাটগুলো পরিচালিত হতে হবে। পশুর হাটের যাবতীয় খরচ সরকারকে বহন করতে হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button