সারাবাংলা

একদিনে আরও ৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

জনপদ ডেস্ক: সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ৪১ জন এবং ঢাকার বাইরে ৫ জন।

মঙ্গলবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগেরদিন একই সময়ে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৬২ জন এবং ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৩৯ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ২৩ জন।

একদিন আগে সোমবার (২২ মে) সারাদেশে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ মে পর্যন্ত মোট ভর্তি রোগী ১ হাজার ৫৩৩ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৯৭১ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৫৬২ জন। এখন পর্যন্ত ১ হাজার ৩৫৮ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ৮২২ জন, ঢাকার বাইরে ৫৩৬ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৮৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button