জাতীয়

বাংলাদেশ অতিক্রম করে মিয়ানমারে মোখা

জনপদ ডেস্ক: কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করে মিয়ানমার চলে গেছে ঘূর্ণিঝড় মোখা। আর কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম, পায়রা ও মোংলাসহ সব সমুদ্রবন্দরে ১০ ও ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, উপকূলীয় এলাকায় ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। তবে সিলেট এলাকায় বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সোমবার (১৫ মে) থেকে রাজধানী ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হবে। তবে ১৬ তারিখের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে বলে জানায় আবহাওয়া অফিস।

এর আগে আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল ত্যাগ করবে মোখা। দুপুরে সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৭ কিমি। মোখার তাণ্ডবে সেন্টমার্টিনের বেশ কিছু বাড়িঘর ও দুর্বল স্থাপনার রিসোর্ট ভেঙে পড়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button