ক্রিকেটখেলাধুলা

‘আয়ারল্যান্ড সিরিজের সূচি থেকে শিক্ষা পেল বাংলাদেশ’

জনপদ ডেস্ক: মঙ্গলবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। যদিও আজ সোমবার প্রথমবারের মতো টাইগাররা অনুশীলন করেছে চেমসফোর্ডে। এর আগে এই মাঠের মুখ দেখতে পারেনি তামিম ইকবালের দল। এছাড়া বৃষ্টির কারণে পন্ড হয়েছে অনুশীলনসহ প্রস্তুতি ম্যাচও। যে কারণে বেশ অসন্তোষ টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রথম ওয়ানডে ম্যাচ শুরুর আগের দিন আজ সোমবার চেমসফোর্ডে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এ সময় মাঠের উইকেটের প্রসঙ্গ আসলে টাইগার এই মাস্টারমাইন্ড বলেন, ‘উইকেট দেখে খুবই ভালো মনে হচ্ছে। বেশ শক্ত ও সবুজের আভা রয়েছে। বৃষ্টির কারনে গত কয়েকদিন উইকেট কাভারে ঢাকা থাকার কারণে এমনটা হয়েছে। এই মুহূর্তে উইকেট দেখে খুবই ভালো মনে হচ্ছে।’

বৃষ্টির কারণে মাঠ উপযোগী না হওয়ায় কয়েকদিন অনুশীলন না করেই থাকতে হয়েছে টাইগারদের। তবে কাউকে দায়ী করছেন না হাথুরু। বাংলাদেশ দলের প্রধান এই কোচের মতে আগে থেকে জানতে পারলে এমন সূচিতে এখানে খেলতে রাজি হত না দল।

হাথুরু বলছিলেন, ‘খুবই ভিন্ন একটা পরিস্থিতি, আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবো ইংল্যন্ডে। সচরাচর এমনটা হয় না। এটার জন্য কাউকে দায়ী করা যায় না। আর এমনটা হচ্ছে প্রথমবার। যদি আমরা আগে থেকে জানতাম তাহলে এই সূচিতে হয়তো রাজি হতাম না। কারণ এটা প্রস্তুতির জন্য আদর্শ না। এখান থেকে আমরা শিখলাম।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button