খেলাধুলাফুটবল

আর্জেন্টিনা ফুটবলের আঞ্চলিক স্পন্সর বিকাশ

জনপদ ডেস্ক: এই উপমহাদেশে যেকয়জন ফুটবল ভক্ত আছেন, তাদের প্রায় অর্ধেকই আর্জেন্টিনার ভক্ত। এ অঞ্চলে মেসিদের এত জনপ্রিয়তা থাকলেও এতদিন ছিল না দলটির কোনো আঞ্চলিক স্পন্সর প্রতিষ্ঠান। তবে এবার আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে আঞ্চলিক স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশি প্রতষ্ঠান বিকাশ।

আর্জেন্টিনা এবং বিকাশের অফিশিয়াল ফেইসবুক পেইজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিকাশ তাদের পেইজে লিখেছে, ‘জয়ের তেষ্টা আর অদম্য চেষ্টার বিকাশ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রযুক্তি আর দক্ষতার শক্তিতে আমরাও বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি আর্থিক লেনদেনের আধুনিক সব সেবা, জয় করেছি কোটি গ্রাহকের মন। দুই চ্যাম্পিয়ন আজ একসাথে নতুন সম্ভাবনার পথে- সবসময়, সব প্রয়োজনে।’

এদিকে জুনে বাংলাদেশ সফরে আসার জন্য আর্জেন্টিনার সঙ্গে আলোচনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে বাফুফে। তবে জুনে এশিয়া সফরে আসছে বিশ্বকাপজয়ীরা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে মেসিদের একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে এর চার দিন আগে ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশ, সেটিই নিশ্চিত হয়নি।

ফুটবল সাংবাদিক গাস্তন এদুলের বরাতে টিওয়াইসি জানিয়েছে, ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও হতে পারে, চীনও হতে পারে। চীনের হওয়ারই বেশি সম্ভাবনা; চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা সফল না হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই হচ্ছে ফিফা উইন্ডোতে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button