ক্রিকেটখেলাধুলা

সেরা প্রস্তুতি নিতে পারিনি: তামিম

জনপদ ডেস্ক: ইংল্যান্ডে পৌঁছে বৃষ্টি বাধায় খুব একটা অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটাও বৃষ্টিতে ভেসে গেছে। যে কারণে অধিনায়ক তামিম ইকবালও মানছেন যথেষ্ট প্রস্ততি হয়নি।

আজ রোববার ইংল্যান্ডে গণমাধ্যমে কথা বলার সময় এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এসব জিনিস তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তোবা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারিনি। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যেন ভালোভাবে তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা। আশা করি, যে মাঠে খেলব কাল ওখানে যাব আমরা, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আমরা অনুশীলনও করব।’

চেমসফোর্ডের উইকেট নিয়ে তামিম বলেন, ‘ওই মাঠে আমার খেলার কোনো অভিজ্ঞতা নেই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারণা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত ও বর্তমানের খেলাগুলো দেখে ওইটুকু তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।’

মাঠের অনুশীলন না হলেও তামিম মানছেন মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ। যা সহায়তা করবে ম্যাচে, ‘আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি। কারণ, ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমাদের কারও নিয়ন্ত্রণে নেই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি সবাই কমবেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হব, ওটাই আমাদের সহায়তা করবে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button