চাপাইনবাবগঞ্জসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

জনপদ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে বৃষ্টির সময় সদর উপজেলার দেবিনগর, চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

নিহতরা হলেন- সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইসারুল (৪২), শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ট্যাংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর (৩৫) ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হলে ধান কাটা ফেলে মাঠ থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে নিহত হন চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম।

অন্যদিকে পদ্মা নদীতে মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে বাসায় ফেরার পথে বজ্রপাত হলে নিহত হন দেবিনগর ইউনিয়নের হড়মা এলাকার ইসারুল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button