জাতীয়

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

জনপদ ডেস্ক: স্বাধীনতা দিবসে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় সদর উপজেলার ৩৭টি স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ৪৪০ জন শিক্ষার্থীদের মধ্যে এই ট্যাব বিতরণ করা হয়।

পর্যাক্রমে অন্য উপজেলার স্কুলগুলোতেও এই ট্যাব বিতরণ করা হবে। জেলায় সর্বমোট ১ হাজার ৮০০ ট্যাব বিতরণ করা হবে।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার) মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মিনার উদ্দীন. জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মিনার উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল প্রমুখ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button