অর্থনীতি-ব্যবসা

বাজার অস্থিতিশীল করলে সহ্য করা হবে না: খাদ্যমন্ত্রী

জনপদ ডেস্কঃ দেশের বাজারে খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আসন্ন রমজান মাসে চালের বাজার স্থিতিশীল রাখতে মঙ্গলবার (২১ মার্চ) চালকল মালিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন খাদ্যমন্ত্রী।

রমজানে চালের বাজার স্থিতিশীল রাখতে তদারকি অভিযান জোরদারের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে আমাদের শপথ নিতে হবে, রমজান মাসের মতো বাকি ১১ মাস যেন মানুষের সেবা করার সুযোগ পাই। চাল-আটা মানুষের জীবনের ক্ষুধা নিবারণের চরম দ্রব্য। রমজান মাস সিয়াম সাধনার মাস। সবাইকে অনুরোধ করব আসুন এই মাসকে সামনে রেখে ৩০ দিনে ৩০টি রোজা যেমন রাখি, তেমনি মানবসেবা করি। মানুষকে যেন স্বস্তিতে রাখতে পারি।’

মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ‘আরসি ফুডরা (আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক) ডিসি ফুডদের (জেলা খাদ্য নিয়ন্ত্রক) সঙ্গে মিটিং করবেন। ডিসি ফুডরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদের নিয়ে মিটিং করবেন। পরিষ্কার মনিটরিং রাখবেন। মজুত কোথায় আছে আর অবৈধ মজুত কোথায় আছে, কারা লাইসেন্সবিহীন খাদ্য মজুত রাখছে, লাইসেন্সের সক্ষমতা কতটুকু, আর সেই সক্ষমতা অনুসারে খাদ্য মজুত রেখেছে কি না। সক্ষমতার বাইরে হলে সেটি অবৈধ মজুত, সেটি যে ব্যবসায়ী হোক না কেন।’

তিনি বলেন, ‘আমদানি করলেই যে বাজার নিয়ন্ত্রণ হবে, তাতে আমি বিশ্বাস করি না। তার থেকে অনেক বেশি আমাদের দেশে মজুত থেকে যায়। আমাদের যদি সৎ লক্ষ্য থাকতো, সৎ উদ্দেশ্য থাকতো তাহলে ১০ লাখ টন খাদ্য আমদানির জন্য বৈদেশিক মুদ্রা নষ্ট করার কোনো দরকার ছিল না। এ কথা আমি জোর গলায় বলতে পারি।’

মতবিনিময় সভায় খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারসহ ব্যবসায়ী নেতরা এবং খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button