জাতীয়শিক্ষা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চায় বাংলাদেশ শিক্ষক সমিতি

জনপদ ডেস্ক: অবিলম্বে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। এ দাবিতে শিক্ষক মহাসমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)।

আজ শনিবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা আজ অবহেলিত। সারা দেশে পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষকের হৃদয়ে রক্তক্ষরণ চলছে! আমরা চেয়েছিলাম জাতীয়করণ, উল্টো আমাদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হয়েছে।

তারা বলেন, আমরা সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত কিন্তু এমপিওভুক্ত। বেতনের পরিবর্তে আমরা অনুদান প্রাপ্ত। এটা যেন এমন, আমাদের রাইফেল আছে গুলি নাই! আমরা ভারবাহী, ফলভোগী নই। সরকারি চাকরিজীবীরা মাসের ১ তারিখে বেতন পেলেও আমাদের অনুদান কখন আসবে তার কোনো ঠিক নেই।

মহাসমাবেশে শিক্ষক নেতারা আরও বলেন, সরকারি চাকরিজীবীরা শতভাগ উৎসব ভাতা পেলেও আমরা পাই সিকিভাগ। শিক্ষক সমাজ বেরসিক, তাই শ্রান্তি বিনোদন ভাতা দুঃস্বপ্ন! বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা, চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা, যা বিশ্বের ইতিহাসে বিরল।

এ অবস্থায় শিক্ষার মানোন্নয়নে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে পাঁচ লক্ষাধিক শিক্ষকের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button