স্বাস্থ্য ও চিকিৎসা

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: ঢাকার দুই হাসপাতালে দগ্ধসহ ৯ জন

জনপদ ডেস্কঃ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডাইল পট্টিতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে ঢাকার দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দগ্ধ তিনজনকে শেখ হাসিনা বার্ন ইসস্টিটিউটে বাকি ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া এই ঘটনায় একজন মারা গেছেন।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুরের দিকে দুই হাসপাতাল থেকে সর্বশেষ এই তথ্য জানা যায়।

দগ্ধরা হলেন- রিকশা চালক রেজাউল করিম (৫০), জগদ্বীশ সরকার (৬৫) ও মো. শাহজাহান (৪০)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের ঘটনায় তিনজন দগ্ধ এসেছেন। তাদের মধ্যে রেজাউলের ৭ শতাংশ, শাহজাহানের ৫০ শতাংশ ও জগদ্বীশের ১০ শতাংস দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঢামেকের চিকিৎসারতরা হলেন- মো. হোসাইন (৫০), হযরত আলী (৪০), রবি দত্ত (৪২), মো. জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫) ও অজ্ঞাত (৫০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নারায়ণগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ৭ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন। আর আহত অজ্ঞাত (৫০) বছরের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বাকিরা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button