রাজশাহী , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আমি থাকতেই প্রতিটি বিভাগে মেট্রোরেল করে দেব : প্রধানমন্ত্রী এবারের বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় : সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের দুর্গাপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী নাইম গ্রেফতার সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা লঘুচাপের প্রভাব : সারা দেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাত বাজার মূলধনে যোগ হলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল জুনে প্রচণ্ড গরমে ভুগেছেন বাংলাদেশের ১৭ কোটি মানুষ সচল হয়েছে সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট ‘টাকা পাঠিয়ে তুমি আমার জান ভিক্ষা দাও মা, আর সহ্য করতে পারছি না’ তিন হাজার টাকার ফ্যান ১০ হাজারে কিনেছে বিএমডিএ উত্তাল বঙ্গোপসাগর,পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩ স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন ২৭ জুলাই ১০ মিনিটে জুমার খুতবা ও নামাজ শেষ করার নির্দেশ দিল আরব আমিরাত বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলেদেশ দল

এনআইডিতে অন্যের ছবি, ১৪ বছরেও হয়নি সমাধান

  • আপডেটের সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • ১ টাইম ভিউ
Adds Banner_2024

জনপদ ডেস্কঃ ২০০৮ সালে হাতে পান জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। সেখানে সব ঠিক থাকলেও নিজের ছবির জায়গায় ছিল অন্যের ছবি। এনআইডির সেই ছবি বদলাতে ১৪ বছর ধরে নির্বাচন অফিসে ঘুরছেন তিনি। তবে আজও মেলেনি সুরাহা।

ছবি নিয়ে বিড়াম্বনায় পড়া ওই ব্যক্তির নাম মো. সামছুল হক (৬৩)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর আটুল মধ্যপাড়ার বাসিন্দা। কৃষিকাজের পাশাপাশি ছোট মুদি দোকান রয়েছে তার।

গত রোববার (৫ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাচন অফিসে এসেছিলেন মো. সামছুল হক। তার হাতে ব্যাগ, আর ভেতরে ছিল কাগজপত্র। শুধু এনআইডির ছবি বদলাতে ১৪ বছরেরও বেশি সময়ে কতবার নির্বাচন অফিসে এসেছেন, তা তারও মনে নেই আর। তবে এত ঘুরেও সমস্যার সমাধান পাচ্ছেন না তিনি। ওই দিনও তাকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়েছে।

মো. সামছুল হক জানান, এনআইডির সব কিছু ঠিক থাকলেও ভুল রয়েছে শুধু ছবিতে। তার এনআইডিতে এলাকার দেবখণ্ডা দিঘীর পাড় আদর্শ গ্রামের মো. তহির উদ্দিনের ছবি এসেছে। আর মো. তহির উদ্দিনের এনআইডিতে সামছুলের ছবি রয়েছে। এই নিয়ে বিড়াম্বনায় পড়েন তারা। এদিকে তহির উদ্দিন মারা যাওয়ায় ওই এনআইডিতে সামছুল হককে মৃত দেখানো হয়। এরপর অনেক ঘুরে সেটি পরিবর্তন হলেও ছবি বদলানো সম্ভব হয়নি আজও।

দেশের গুরুত্বপূর্ণ ২২ ধরনের সেবার ক্ষেত্রে এখন প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র। কিন্তু এনআইডিতে সমস্যা থাকায় এসবের কিছুই পাচ্ছেন না তিনি।

মো. সামছুল হক বলেন, ২০০৮ সালের জুলাই মাসে যখন এনআইডি কার্ড হাতে পাই তখন দেখি আমার ছবি ভুল এসেছে। আমার ছবির স্থানে মো. তহির উদ্দিনের ছবি। আর তার এনআইডিতে আমার ছবি ছিল। এ নিয়ে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলাম। তখন তহির ও আমি এক সঙ্গে যাওয়াতে ভোট দিতে দিয়েছিল। এরপরের বছর তহির মারা যায়। তারপর থেকে আমি মুশকিলে পড়ি। এরপর অনেকবার নির্বাচন অফিসে গিয়েছি। তাদের বললেই বলত পরে আসেন। এভাবে অনেকদিন ঘুরিয়েছে।

তিনি বলেন, নির্বাচন অফিসে ঘুরে ঘুরে কোনো লাভ হয়নি। এর মধ্যে একবার জানতে পারি এনআইডি অনুযায়ী আমি মারা গেছি। তারপর আবেদন করি, পরে সেটি নাকি জীবিত হয়েছে। এরপর ছবির জন্য আবার আবেদন জমা দিতে বলে সেটাও দিয়েছি। কিন্তু ছবি পরিবর্তন হচ্ছে না। দীর্ঘ এই সময়ে আমি অনেক নির্বাচনে ভোট দিতে পারিনি। জমি কেনা, ব্যাংক ঋণ নেওয়া, মোবাইল সিম উঠানোসহ নানা কাজে গিয়ে আমি ফেরত এসেছি। এই এনআইডি দিয়ে কোনো কাজ হচ্ছে না আমার। এভাবে আর কতদিন ঘুরব?

পাঁচবিবি উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ওই ব্যক্তির এনআইডিতে মৃতের যে বিষয়টি ছিল তা সংশোধন করা হয়েছে। এখন ছবি পরিবর্তনের জন্য আবেদন করা আছে। এটি ঢাকা অফিস থেকে যাচাইয়ের জন্য ক্যাটাগরি করে জেলা নির্বাচন অফিস বা বিভাগীয় অফিসে পাঠাবে। এরপর যাচাই করে ছবি পরিবর্তন হবে। তবে কবে নাগাদ হবে বলতে পারছি না।

Adds Banner_2024

এনআইডিতে অন্যের ছবি, ১৪ বছরেও হয়নি সমাধান

আপডেটের সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

জনপদ ডেস্কঃ ২০০৮ সালে হাতে পান জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। সেখানে সব ঠিক থাকলেও নিজের ছবির জায়গায় ছিল অন্যের ছবি। এনআইডির সেই ছবি বদলাতে ১৪ বছর ধরে নির্বাচন অফিসে ঘুরছেন তিনি। তবে আজও মেলেনি সুরাহা।

ছবি নিয়ে বিড়াম্বনায় পড়া ওই ব্যক্তির নাম মো. সামছুল হক (৬৩)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর আটুল মধ্যপাড়ার বাসিন্দা। কৃষিকাজের পাশাপাশি ছোট মুদি দোকান রয়েছে তার।

গত রোববার (৫ মার্চ) দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাচন অফিসে এসেছিলেন মো. সামছুল হক। তার হাতে ব্যাগ, আর ভেতরে ছিল কাগজপত্র। শুধু এনআইডির ছবি বদলাতে ১৪ বছরেরও বেশি সময়ে কতবার নির্বাচন অফিসে এসেছেন, তা তারও মনে নেই আর। তবে এত ঘুরেও সমস্যার সমাধান পাচ্ছেন না তিনি। ওই দিনও তাকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়েছে।

মো. সামছুল হক জানান, এনআইডির সব কিছু ঠিক থাকলেও ভুল রয়েছে শুধু ছবিতে। তার এনআইডিতে এলাকার দেবখণ্ডা দিঘীর পাড় আদর্শ গ্রামের মো. তহির উদ্দিনের ছবি এসেছে। আর মো. তহির উদ্দিনের এনআইডিতে সামছুলের ছবি রয়েছে। এই নিয়ে বিড়াম্বনায় পড়েন তারা। এদিকে তহির উদ্দিন মারা যাওয়ায় ওই এনআইডিতে সামছুল হককে মৃত দেখানো হয়। এরপর অনেক ঘুরে সেটি পরিবর্তন হলেও ছবি বদলানো সম্ভব হয়নি আজও।

দেশের গুরুত্বপূর্ণ ২২ ধরনের সেবার ক্ষেত্রে এখন প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র। কিন্তু এনআইডিতে সমস্যা থাকায় এসবের কিছুই পাচ্ছেন না তিনি।

মো. সামছুল হক বলেন, ২০০৮ সালের জুলাই মাসে যখন এনআইডি কার্ড হাতে পাই তখন দেখি আমার ছবি ভুল এসেছে। আমার ছবির স্থানে মো. তহির উদ্দিনের ছবি। আর তার এনআইডিতে আমার ছবি ছিল। এ নিয়ে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলাম। তখন তহির ও আমি এক সঙ্গে যাওয়াতে ভোট দিতে দিয়েছিল। এরপরের বছর তহির মারা যায়। তারপর থেকে আমি মুশকিলে পড়ি। এরপর অনেকবার নির্বাচন অফিসে গিয়েছি। তাদের বললেই বলত পরে আসেন। এভাবে অনেকদিন ঘুরিয়েছে।

তিনি বলেন, নির্বাচন অফিসে ঘুরে ঘুরে কোনো লাভ হয়নি। এর মধ্যে একবার জানতে পারি এনআইডি অনুযায়ী আমি মারা গেছি। তারপর আবেদন করি, পরে সেটি নাকি জীবিত হয়েছে। এরপর ছবির জন্য আবার আবেদন জমা দিতে বলে সেটাও দিয়েছি। কিন্তু ছবি পরিবর্তন হচ্ছে না। দীর্ঘ এই সময়ে আমি অনেক নির্বাচনে ভোট দিতে পারিনি। জমি কেনা, ব্যাংক ঋণ নেওয়া, মোবাইল সিম উঠানোসহ নানা কাজে গিয়ে আমি ফেরত এসেছি। এই এনআইডি দিয়ে কোনো কাজ হচ্ছে না আমার। এভাবে আর কতদিন ঘুরব?

পাঁচবিবি উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ওই ব্যক্তির এনআইডিতে মৃতের যে বিষয়টি ছিল তা সংশোধন করা হয়েছে। এখন ছবি পরিবর্তনের জন্য আবেদন করা আছে। এটি ঢাকা অফিস থেকে যাচাইয়ের জন্য ক্যাটাগরি করে জেলা নির্বাচন অফিস বা বিভাগীয় অফিসে পাঠাবে। এরপর যাচাই করে ছবি পরিবর্তন হবে। তবে কবে নাগাদ হবে বলতে পারছি না।