ঢাকাসারাবাংলা

টাঙ্গাইলে মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

জনপদ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে আল আমিন (২০) নামে এক মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কালিয়ান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফজর নামাজের সময় আল আমিন ঘুম থেকে না ওঠায় মাদরাসার শিক্ষক ও কয়েক শিক্ষার্থী আল আমিনকে ধাক্কা দিলে তার অচেতনের বিষয়টি বুঝতে পারে তারা। পরে মাদরাসা থেকে আল আমিনের অসুস্থ হওয়ার খবর বাড়িতে ফোনে জানানো হয়। খবর পেয়ে আল আল আমিনের মা মাদরাসা গিয়ে আল আমিনকে অচেতন অবস্থায় দেখেন। তিন ছাত্র ও আল আমিনের মা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালিয়ান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনোয়ার হোসেন বলেন, আল আমিনের মৃগী রোগ ছিল। ভোর রাতে তার অবস্থা গুরুতর দেখে তার মাকে খবর দেয়া হয়। মাদরাসার তিন ছাত্র ও তার মা তাকে সখীপুর হাসপাতালে নিয়ে যায়।

তবে আল আমিনের বড় ভাই মিনহাজ জানান, তার মৃগী রোগ ছিল না।

বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: উজ্জ্বল হোসাইন বলেন, আল আমিনের মৃত্যুর কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button