অপরাধরাজশাহীসারাবাংলা

বগুড়ায় মরা ব্রয়লার মুরগি বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

জনপদ ডেস্ক: বগুড়ায় মরা ব্রয়লার মুরগি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ৩০ কেজি মরা মুরগি জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরের বকশি বাজারে এ ঘটনা ঘটে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

ইফতেখারুল আলম রিজভী বলেন, গোপন তথ্য ছিল যে বকশিবাজারে তাসিম মুরগির ঘর মরা মুরগি বিক্রয় করছে। ক্রেতারা যে মুরগি অর্ডার করে তা পরিমাপ পরে কাটাকুটির নাম করে দোকানের ভিতর নিয়ে পরিবর্তন করে আগে থেকে কাটাকুটি করে রাখা মুরগি ক্রেতাদের দিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তাসিম মুরগির ঘরে অভিযান চালানো হয়। অভিযানে দোকানে প্রায় ৩০ কেজি মরা মুরগি সংরক্ষণ অবস্থায় জব্দ করা হয়।

তিনি আরো জানান, অপরাধের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী আলমগীর ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button