রাজশাহীসারাবাংলা

রাজশাহীতে র‌্যাব অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার৪

নিজস্ব প্র্রতিবেদক: গত ০৬ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ রাত ১০টা ৩০ মিনিটে ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন খানসামার চক মিয়াপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজা-৪০ কেজি, মোবাইল-০৬টি, সীমকার্ড-১২টি, ইজিবাইক-০১টি, মোটরসাইকেল-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ নাইমুল ইসলাম (২৭), পিতা-মৃত মুকুল হোসেন, সাং-হরিপুর, থানা-দামকুড়া, ২। মোঃ রাশিদুল হক (২৫), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-নতুনবুধপাড়া, থানা-মতিহার, ৩। মোঃ মিলন হোসেন (৩৫), পিতা-মোঃ মোজাম্মেল হোসেন, সাং-ফেতরাপাড়া, থানা-দামকুড়া, ৪। মোঃ রনি খান (২৮), পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং-রায়পাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, সর্ব রাজশাহী মহানগরগনদের‘কে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মিয়াপাড়া খানসামার চক এলাকাস্থ রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ১নং ও ২নং আসামীদ্বয়কে ইজিবাইকের মধ্যে এবং ৩নং ও ৪নং আসামীদ্বয়কে মোটরসাইকেলসহ ঘটনাস্থলেই আটক করে। আসামীগন জানায় যে, উক্ত অবৈধ মাদকদ্রব্য গাঁজা অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরসহ আশ-পাশের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল এবং ইতিপূর্বে আরো কয়েক বার বিভিন্ন পন্থায় গোপনে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছিল মর্মে স্বীকার করে।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button