খেলাধুলাফুটবল

বাংলাদেশের ফাইনালে ওঠার মঞ্চ আজ

জনপদ ডেস্ক: আগের দুই ম্যাচে গোলবন্যায় ভেসে যাওয়া ভুটানের বিপক্ষে আজ বাংলাদেশের ফাইনালে ওঠার মঞ্চ। স্বাগতিকদের জন্য এটা একরকম আনুষ্ঠানিকতার ম্যাচ। কারণ বাস্তবে শামসুন্নাহারদের হারানোর সামর্থ্য ভুটানের নেই বলে মনে করেন অনেকে। তুলনায় দিনের অন্য ম্যাচে ভারত-নেপালের লড়াইটি বারুদে ঠাসা। এক ম্যাচ হেরে পিছিয়ে থাকা নেপাল চেষ্টা করবে এ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছতে।

ভুটান আগের দুই ম্যাচে ভারত ও নেপালের কাছে হারের পাশাপাশি হজম করেছে ১৬ গোল। এখনো গোলের খাতা খুলতে পারেনি তারা। স্পষ্ট হয়ে গেছে চার দলের টুর্নামেন্টে ভুটানের দুর্বলতা। বাংলাদেশ, ভারত ও নেপালের মানের চেয়ে অনেকখানি পিছিয়ে দেশটির নারী ফুটবল। এক যুগ আগে বাংলাদেশ যে ফুটবল খেলত তাদের মেয়েরা এখন তেমনটাই নড়বড়ে। এ কারণে অনূর্ধ্ব-২০ ফুটবলের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটনের বিশেষ চিন্তার কোনো কারণ নেই, ‘শুরুতে আমরা দুটো কঠিন ম্যাচ খেলেছি নেপাল ও ভারতের বিপক্ষে। এরপর ভুটানকে হালকাভাবে নিচ্ছি না। এ ম্যাচে ১ পয়েন্ট পেলেই আমরা ফাইনালে উঠব, এর পরও ম্যাচটি জিততে চাই। জয়ের ধারা বজায় রেখে আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল খেলতে চাই।’

বাংলাদেশের কোচ বলছেন জয়ের ধারা বজায় রাখার কথা। সত্যি হলো, এই ধারা উল্টে দেওয়ার সামর্থ্য নেই ভুটানের। হারলেই কেবল বাংলাদেশের শঙ্কিত হওয়ার মতো কিছু থাকবে। নইলে ড্র করলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে, যদিও তাদের বিপক্ষে বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন আনার চিন্তাভাবনা শুরু হয়েছে। বিশেষ করে সেরা একাদশের মূল খেলোয়াড়দের বাইরে রেখে আজ বাংলাদেশ নামতে পারে নতুন একাদশ নিয়ে। কারো বড় কোনো চোট নেই, গতকাল তারা হালকা ট্রেনিং করেছে। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও আজকের ম্যাচে কয়েকজনকে বিশ্রামে রাখার কথা বলেছেন, ‘দুটো কঠিন ম্যাচ খেলার পর আমাদের দলে বড় কোনো চোট নেই, এটা সৌভাগ্যের। এর পরও কয়েকজনকে বিশ্রাম দেব এই ম্যাচে। এক দিন পর পর ম্যাচ খেলায় চাপটা বেশি হয়ে গেছে। তাই বলে আমাদের খেলায় কোনো পরিবর্তন হবে না, সহজাত ফুটবল খেলবে মেয়েরা।’ এই ম্যাচে সিনিয়রদের বিশ্রাম দিয়ে নতুনদের একটা পরীক্ষা নেওয়া যেতে পারে। দেখা যেতে পারে, টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে নতুনরা কিভাবে উত্তীর্ণ হয়।

বাংলাদেশের সুবিধাও আছে, আগের ম্যাচের ফল জেনে তারা মাঠে নামবে লিগের শেষ ম্যাচ খেলতে। আগের ম্যাচে ৫টায় মুখোমুখি ভারত ও নেপাল। ফাইনালে উঠতে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। তাদের শক্তিতেও খুব বেশি হেরফের নেই। তাই ভারতীয় কোচ ময়মল রকি এ ম্যাচে তার সেরা খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছেন, ‘টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলব আমরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ড্র হলেও আমরা ভালো খেলেছি। আশা করি, এই ম্যাচে গোল করে তারা জয় নিশ্চিত করবে।’ অথচ ভারতের ড্র হলেই চলে। সেই তুলনায় নেপালের ফাইনাল অঙ্ক কঠিন হয়ে গেছে বাংলাদেশের কাছে হারের কারণে। এ ম্যাচ জিতলেই তারা পাবে ফাইনালের টিকিট।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button