খেলাধুলা

হারিয়ে যাওয়া নাসির এখন সবার ওপরে

জনপদ ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দল পাননি নাসির হোসেন। আর চলতি নবম আসরে শুধু দলই পেলেন না, হলেন দলের অধিনায়ক। সেখান থেকেই এখন পর্যন্ত নায়কের আসনে রয়েছেন তিনি। বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় তিনি রয়েছেন শীর্ষে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলের শেষ ম্যাচটি খেলবে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। এরই মধ্যে বিদায় নিয়েছে ফ্র্যাঞ্চাইজটি। তবে বিদায়ের আগে বার্তা দিয়ে রেখেছেন নাসির।

এ পর্যন্ত বিপিএলের চলতি আসরে ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬ উইকেট পেয়েছেন নাসির। এক সময়ের জনপ্রিয় এ অলরাউন্ডার দীর্ঘদিন পর নিজেকে খুঁজে পেয়েছেন ক্রিকেটের মাঠে।

উইকেটের পাশাপাশি রান সংগ্রহের তালিকায়ও এগিয়ে রয়েছেন তিনি। এ পর্যন্ত সংগ্রহ করেছেন ৩৪২ রান। সর্বোচ্চ ৩৭৩ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের তৌহিদ হৃদয়। এ তালিকার চারে রয়েছেন ঢাকার অধিনায়ক।

এদিকে অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৪৭ রানের পাশাপাশি পেয়েছেন ৭ উইকেট। তাতে ১১ ম্যাচ পর্যন্ত অলরাউন্ডারের দিক থেকে সাকিবের চেয়ে এগিয়ে রয়েছেন নাসির। জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০১৮ সালের ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন নাসির হোসেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button