ক্যাম্পাসখুলনাসারাবাংলা

ইবিতে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্মাতক (সম্মান) শ্রেণিতে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ রবিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট এ ফলাফল তুলেদেন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির নিমিত্তে গঠিত উপ-কমিটির আহবায়ক ও এসিসিই বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য-সচিব ও এস্টেট অফিস প্রধান মোঃ শামছুল ইসলাম জোহা, উপ-কমিটির সদস্য বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন জাহিদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শিমুল রায় ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল ইসলাম।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button