অর্থনীতিআন্তর্জাতিক

দুই দশকের মধ্যে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ৯ দশমিক ৬ শতাংশ দরপতন ঘটেছে। দুই দশকের মধ্যে রুপির রেকর্ড দরপতন এটি।

গত বৃহস্পতিবার সংবাদ সংস্থা ‘রয়টার্স’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের মুখে বুধবার রুপি-ডলার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয় পাকিস্তান সরকার। এর ফলে বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দাম প্রত্যাহার করে নেয়। বুধবার দেশটিকে প্রতি ডলার বিক্রি হয়েছে ২৫৫ দশমিক ৪৩ রুপিতে। এর আগে বুধবার এই দর ছিল ২৩০ দশমিক ৯০ রুপি।

গত কয়েক বছর ধরে রিজার্ভ সঙ্কটের মধ্যে রয়েছে পাকিস্তান। গত বছর এই সঙ্কট আরও তীব্র হয়। ডলার সঙ্কট কাটাতে ২০১৯ সালে আইএমএফ’র কাছ থেকে ৬০০ কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান। বন্যার কারণে বিপর্যস্ত পাকিস্তান গত বছর আরও ১০০ কোটি ডলার ঋণ নেয়। ওই সময় ঋণ প্রদানের শর্তের অংশ হিসেবে ডলার-রুপির বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার জন্য ইসলামাবাদ সরকারকে চাপ দেয় আইএমএফ।

পাকিস্তানি ব্রোকারেজ হাউস জেএস গ্লোবাল জানিয়েছে, ১৯৯৯ সালের পর প্রকৃত ও শতাংশ উভয় ক্ষেত্রেই রুপির সবচেয়ে বড় দরপতন ঘটেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button