অপরাধসারাবাংলা

মেহেরপুরে ককটেল তৈরির কারিগর আটক

জনপদ ডেস্ক: মেহেরপুরের গাংনীর কসবা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ককটেল তৈরির দুই কারিগরকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

আটক জিয়ারুল (৩৮) গাংনী কসবা গ্রামের মুসাদ আলীর ছেলে ও জহির উদ্দীন (৫৮) একই গ্রামের জারমান আলীর ছেলে।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুটি ককটেল ও ককটেল তৈরির রঞ্জামসহ তাদেরকে আটক করে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গভীর রাতে গাংনীর কসবা গ্রামের গোলাম রসুল নামের এক ব্যক্তির বাড়ির পেছনে খড়ের গাদায় ককটেল আছে এমন সংবাদ দেয় জিয়ারুল ও জহির উদ্দীন। সংবাদ পেয়ে এসআই রাজ্জাকের নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় সংবাদ প্রদানকারি জিয়ারুল ও জহির মিলে ওই ককটেল বের করে দেয়। এতে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে তারা ককটেল রেখে গোলাম রসুলকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে স্বীকার করে। পরে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button