ক্যাম্পাসটপ স্টোরিজরাজশাহীসারাবাংলা

রাবিতে শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে মোবাইল ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গত রবিবার ২২ জানুয়ারি রাত সাড়ে ৯টায় শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই ঘটনাটি ঘটে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়।

আটক দুইজনের নাম সাকিল উদ্দিন (২২) এবং ফয়সাল রায়হান(২৩)। সাকিলের বাড়ি রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার ডাবতলা এবং ফয়সাল রায়হানের বাড়ি কোর্ট স্টেশনে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে মোবাইল ছিনতাই করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালাচ্ছিলেন দুই ছিনতাইকারী। এসময় শিক্ষার্থীরা ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা শহীদ জিয়াউর রহমান হলের সামনে পৌঁছালে তাদের আটক করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে তাদের নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীরা ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button