জনপদ ডেস্ক

বিধর্মীদের সালামের উত্তরে

জনপদ ডেস্ক প্রশ্ন : অমুসলিমদের সালাম দেওয়া যাবে কি?

উত্তর : ইসলামিক স্কলারদের সর্বসম্মত বক্তব্য হলো অমুসলিমদের সালাম দেওয়া যাবে না। তবে শিষ্টাচারমূলক সম্ভাষণ করা যাবে। যেমন আদাব ইত্যাদি বলা। সালাম অর্থ শান্তি। মুসলমান পরস্পরকে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার ওপরে শান্তি বর্ষণের দোয়া করেন।

রাসূলুল্লাহ [সা.] বলেন, তোমরা ইহুদি ও নাছারাদের প্রথমে সালাম দেবে না (মুসলিম, মিশকাত হা/৪৬৩৫)। তবে যদি তারা সালাম দেয় তবে শুধু ওয়া আলাইকুম (আপনার ওপরেও) বলে উত্তর দিতে হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button