কৃষি

তিন কোটি টাকা ঋণ পেলেন ৩০২ কৃষক

জনপদ ডেস্ক: নওগাঁয় দিনব্যাপী কৃষিঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় উপজেলার প্রায় ৩০২ জন কৃষকের মধ্যে তিন কোটি ১০ লাখ টাকা ঋণ দেওয়া হয়।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পর্যায়ের মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিআরডিবি’র উপপরিচালক জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংকের এরিয়া ব্যবস্থাপক এনামুল বশির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক নবিউল করিম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা।

মেলায় জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক , সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রুপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, বিআরডিবি, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনসহ প্রায় ৩০টি ব্যাংক নিজ নিজ বুথ খুলে নির্ধারিত কৃষকদের সরাসরি ঋণ দেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button