ঢাকারাজনীতি

৪ বছর পর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন

জাতীয় ডেস্ক: দীর্ঘ চার বছর পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের দুই অংশের সম্মেলন।

শুক্রবার (২ ডিসেম্বর) সম্মেলনে অংশ নিতে ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

পদপ্রত্যাশীদের ব্যানার-পোস্টারে চেয়ে গেছে পুরো নগর। রাজধানী ঢাকার ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন ঘিরে উজ্জীবিত সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ঘিরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শীর্ষ পদ নিজের অনুকূলে নিশ্চিত করতে মরিয়া পদপ্রত্যাশীরা। সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন।

প্রতিবছর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত তিন বছর করোনার কারণে সময়মতো অনুষ্ঠিত হয়নি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন।

এর আগে ৬ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের পাশাপাশি ২ ডিসেম্বর ঢাকার দুই মহানগরের সম্মেলনের দিনক্ষণও ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button