অপরাধসারাবাংলা

নীলফামারীতে ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

জনপদ ডেস্ক: নীলফামারীর জলঢাকায় ইয়াবাসহ মো. সাজেদুল ইসলাম সাজু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জলঢাকা পৌরসভার বোতলাগাড়ি বাবুল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজু ওই এলাকার মো. মফেল উদ্দিন মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে ১৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাজেদুল ইসলাম সাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে ১৫টি মামলা থাকলে বিভিন্ন কৌশল অবলম্বন করে সে পালিয়ে বেড়াতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের এস আই মোহাম্মদ রেজানুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, সাজেদুল ইসলাম সাজুর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আদালতে ১৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ADVERTISEMENT

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button