ঢাকাসারাবাংলা

নারায়ণগঞ্জে টায়ারে অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

জনপদ ডেস্ক: নারায়ণগঞ্জের তিনটি স্থানে দুষ্কৃতকারীরা মশাল মিছিল করে টায়ারে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অভিযোগ উঠেছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে এসব ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একদল যুবক মশাল মিছিল বের করে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওই যুবকদের স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘শহরের বঙ্গবন্ধু সড়কের পপুলার গলি, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা এবং ফতুল্লার সস্তাপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। তারা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে ককটেল চার্জ করেছে। আতঙ্ক সৃষ্টি ও জান-মালের ক্ষতি করার জন্য বিভিন্ন বস্তুতে অগ্নিসংযোগ করেছে। এই ঘটনা তদন্ত করে দেখবো। এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button