আন্তর্জাতিকটপ স্টোরিজস্বাস্থ্য ও চিকিৎসা

বিশ্বে বাড়ল করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত

জনপদ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ২২ হাজার ৭৫১ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে ২৯ জন, শনাক্ত রোগী বেড়েছে প্রায় আড়াই লাখ।

আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৬৮ লাখ ৭২ হাজার ৩০৫ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৩৮ হাজার ৪৬৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button