ঢাকা

ভবানীপুরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট

জনপদ ডেস্কঃ গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা ও মালামাল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ভবানীপুর এলাকায় স্থানীয় সামিন টেক্সটাইল কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতার কারণে গাজীপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বর্তমানে গাজীপুর, শ্রীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লাগছে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরেফিন।

আগুনে বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button