কাতার বিশ্বকাপখেলাধুলাফুটবলফুটবল

নাসার প্রযুক্তি, সেরে উঠতে মরিয়া নেইমার

স্পোর্টস ডেস্ক: সার্বিয়ার বিপক্ষে পা মচকে যায় নেইমারের। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই তার খেলা হচ্ছে না। আর গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে নেইমার ক্যামেরুনের বিপক্ষে নামতে পারবেন কি না, সে নিয়েও আছে শঙ্কা।

তবে চোট কাটিয়ে উঠতে মরিয়া নেইমার। ব্যবহার করছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি নেইমার প্রকাশ করেছেন। দ্রুত ব্যথা কমাতে দুই পায়েই এই পোশাকটি পরতে হয়।

দেখতে অনেকটা প্যান্টের মতো এই প্রযুক্তি শরীরের ব্যথা কমানোর কাজ করে। সাধারণত নাসা এটি ব্যবহার করে থাকে। শুধু ব্যথা নয়, আঘাত পাওয়া জায়গায় রক্ত চলাচল স্বাভাবিক রাখা, ফোলা কমানো, ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন ও ক্র্যাম্প কমতেও কাজ করে এ প্রযুক্তি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, বার্সেলোনাতেও নেইমার এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ফিজিওথেরাপি দলের কাছেও এ প্রযুক্তি আছে। এটি একই সঙ্গে দুই পায়ে ব্যবহার করতে হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button