নির্বাচনরাজশাহী

দুর্গাপুর পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ চলছে

জনপদ ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। পৌরসভার ১১ টি কেন্দ্রে ৫৭ টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে শতকরা ২৬ দশমিক ১০। তবে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ নির্বাচনে মেয়র পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও বিএনপির স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক রতন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

অপর তিন প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে সাজেদুর রহমান মিঠু, বিএনপির স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে জার্জিস হোসেন সোহেল ও মোবাইল প্রতীক নিয়ে মোশাররফ হোসেন। পৌরসভার মোট ভোটার ২১ হাজার ৮০৬ জন। এদের মধ্যে ১০হাজার ৮১২জন পুরুষ ও ১০ হাজার ৯৯৪ জন নারী ভোটার। নির্বাচনে মোট ১১ জন প্রিজাইডিং, ৫৭ জন সহকারী প্রিজাইডিং ও ১৫৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণ কাজের দায়িত্বে রয়েছেন।

দুর্গাপুর থানার অফিসার (ওসি) নাজমুল হক বলেন, পৌরসভার নির্বাচনী এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর তদারকি চলছে। সকাল ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button