অপরাধখুলনাসারাবাংলা

ঝিনাইদহে গণধর্ষণের পর হত্যা, ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জনপদ ডেস্ক: ঝিনাইদহে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে বিষয়খালি গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে গণধর্ষণ করে আসামিরা। পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যার ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী হয়ে পরদিন ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বিষয়খালী গ্রামের রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও বাতেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছে। এছাড়াও মামলায় আনোয়ার নামের অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলেও তার স্বাভাবিক মৃত্যু হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button