Breaking Newsঢাকারাজনীতিসারাবাংলা

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

জনপদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে এ এফ রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রদলের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে ক্যাম্পাসে আসেন। উপাচার্য তাদের বিকাল সাড়ে ৪টার দিকে দেখা করার জন্য সময়ও দিয়েছিলেন।

বিকাল ৪টা ২০ মিনিটে ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা হল থেকে লাঠিসোটা বের করে ‘ধর ধর’ বলে তাদের দিকে তেড়ে যান। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে যান। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। এতে ছাত্রদলের ছাত্রদলের কয়েকজন নেতা আহত হন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button