খেলাধুলাফুটবল

আজ আবার ফুটবল মাঠে বাংলাদেশ-নেপাল মুখোমুখি

জনপদ ডেস্ক : ঠিক ৯ দিনের মাথায় আজ আবার ফুটবল মাঠে বাংলাদেশ-নেপাল মুখোমুখি হতে যাচ্ছে আজ। আবার সেই নেপালের কাঠমান্ডু দশরথের রঙ্গশালা স্টেডিয়াম, ৯ দিন আগে যেখানে বাংলাদেশের নারী ফুটবল দল সাফের ফাইনালে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিল। বাংলাদেশে এখনো সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের নিয়ে যেমন আলোচনা চলছে, নেপালেও নাকি একই আলোচনা শুনেছেন খেলতে যাওয়া বাংলাদেশের খেলোয়াড়েরা।

দলের সঙ্গে রয়েছেন মিডিয়া ম্যানেজার হাসান। তার সূত্রে জানা গেল, নেপালের হোটেল, রাস্তাঘাট—যেখানেই গেছেন, সেখানেই সাবিনা, সানজিদা, মনিকাদের নিয়ে আলোচনা। নেপালিরা বলছেন, ‘তোমরা আমাদের হারিয়ে দিলে।’ নারী সাফের ফাইনালের পর তাদের কোচ চাকরি ছেড়েছেন। চার ফুটবলার দল ছেড়েছেন। সাফের ফাইনালে ৩০০ টাকার টিকিট দুই দিন হাজার টাকায় বিক্রি হয়েছে। স্টেডিয়াম ভরে গিয়েছিল দর্শকে।

নেপালের খেলা থাকলে সেদিন দশরথের মাঠ ভরে যায়। আজও ভরে যাবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে। নেপাল-বাংলাদেশের ফুটবল ম্যাচের কদর খুব বেশি। বিশেষ করে কাঠমান্ডুতে খেলা হলে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের মতো উত্তাপ ছড়ায়। গত জুনে এশিয়ান কাপের পর বাংলাদেশের বিপক্ষে নেপাল আজই প্রথম আন্তর্জাতিক ফুটবলে ফিফা টায়ার ওয়ান প্রীতি ম্যাচ খেলবে। এশিয়ান কাপের সময় বা মালদ্বীপে অনুষ্ঠিত সাফের সময় নেপাল দলের কোচ ছিলেন কুয়েতের আব্দুল্লাহ আলমুতাইরি। ২০২৪ পর্যন্ত চুক্তিবদ্ধ এই কোচের বেতন দিচ্ছে কাতার ফুটবল ফেডারেশন। আব্দুল্লাহর অধীনে নেপাল ১৯ ম্যাচ খেলে ৫ জয় ২ ড্র এবং ১২ ম্যাচে হেরেছে নেপাল।

কিন্তু এক মাস আগে নেপাল ফুটবল ফেডারেশনের নতুন কমিটি আসার পর কুয়েতের কোচ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী নেপালি কোচ প্রদীপ হুমাগেইনকে এনে আপত্কালীন দায়িত্ব দিয়েছে। ফুটবল কমিটিকে ঢেলে সাজানো হয়েছে। নতুন কোচের প্রথম পরীক্ষা হবে আজ নেপাল-বাংলাদেশ ম্যাচ দিয়ে। কুয়েতের আব্দুল্লাহ আলমুতাইরির অবস্থাটা হচ্ছে ইংলিশ কোচ জেমি ডের মতোই। জেমি থাকাকালীন বর্তমান স্প্যনিশ কোচ হ্যাভিয়ের কাবরেরাকে দায়িত্ব দিয়েছিল। চুক্তি অনুযায়ী এখনো নেপালের কোচ কুয়েতের আব্দুল্লাহ আলমুতাইরি। কুয়েতের কোচ যেসব সিনিয়র ফুটবলার বাদ দিয়েছিলেন, নতুন কোচ এসে বাদ পড়াদের আবার দলে নিয়েছেন। কত জন বাদ দেওয়া হয়েছে, সেটি প্রকাশ করতে রাজি নন নতুন এই কোচ। তারা খুব আত্মবিশ্বাসী। নেপাল গত ৩৫ দিন অনুশীলনে রয়েছে আপত্কালীন কোচের অধীনে। গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশকে হারিয়ে পূজার উত্সবে নামবেন তিনি ও তার খেলোয়াড়েরা।

বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমরা দুটি প্রীতি ম্যাচ খেলতে বেরিয়েছি। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছি। এখন দ্বিতীয় ম্যাচ খেলব। প্রথম জয়ে আমাদের ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকিটা আজ নেপালকে হারিয়ে পূরণ করতে চাই।’ একই কথা অধিনায়ক জামাল ভুঁইয়ার।

তবে বাংলাদেশ আজ জিতলে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবেন বলে গতকাল অনুশীলনে জানিয়েছেন ম্যানেজার ইকবাল হোসেন। সোহেল রানা চোট পেয়েছেন। তিনি গতকাল অনুশীলন করেননি। আজকে তার অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন কোচ।

নেপালের সঙ্গে শেষ বার মুখোমুখি হয়েছিল মালদ্বীপে অনুষ্ঠিত সাফে। ১-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সুযোগ নষ্ট হয়ে যায় শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র হওয়ায়। ফাইনালে ভারতের কাছে হেরেছিল নেপাল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button