রাজশাহীসারাবাংলা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মীর ইকবালকে জয়যুক্ত করার লক্ষ্যে সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদ নির্বাচন-২০২২’এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল’কে জয়যুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৩টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যৌথ এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা’র সাধারণ সম্পাদক, সাবেক এমপি জননেতা আব্দুল ওয়াদুদ দারা।

সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান খান, সহ-সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম শরিফ, এ্যাড. ইব্রাহিম হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড.আব্দুস সালাম, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ এবং পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুল।

প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, একজন জাতির বীর সূর্যসন্তান এবং রাজশাহীর আওয়ামী রাজনীতিতে এসময়ের একজন বয়োজ্যেষ্ঠ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তাঁকে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়ার কারণে রাজশাহী আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী এবং সমর্থকেরা গভীরভাবে সম্মানিত হয়েছে। এজন্য জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, রাজশাহীর সর্বস্তর থেকে চেয়ারম্যান প্রার্থী মীর ইকবালের পক্ষে ভোটারদের যেভাবে সমর্থন বার্তা পাওয়া যাচ্ছে তাতে আমাদের প্রার্থী অতি সহসাই বিজয়ী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button