রাজশাহীসারাবাংলা

শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌমুমে প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ হাজার ৩’শ ৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা। কৃষককে ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও ৫ কেজি মাসকলাই বীজ দেয়া হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button