খেলাধুলাফুটবল

রক্তাক্ত রোনালদো যেন আরও ভয়ংকর

জনপদ ডেস্ক: উয়েফা নেশনস লিগের ম্যাচে গতকাল শনিবার চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। সেই ম্যাচেই মারাত্মকভাবে আহত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। চেক গোলরক্ষক টমাস ভাকলিকের সঙ্গে সংঘর্ষে মাঠেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন পর্তুগিজ মহাতারকা। তবে রক্ত ঝড়লেও মাঠ ছাড়েননি তিনি। এরপরও তিনি খেলা চালিয়ে গেছেন।

ম্যাচটিতে পর্তুগাল জয় পায় ৪-০ ব্যবধানে। একপেশে জয়ে পর্তুগাল আপাতত টুর্নামেন্টের প্লে অফে যোগ্যতা অর্জনের পথে একধাপ এগিয়ে গেল। রোনালদোর আহত হওয়ার ঘটনা ম্যাচের ১২তম মিনিটে। গোলপোস্টের কাছে উড়ে আসা বল রিচ করতে গিয়ে লাফিয়েছিলেন রোনালদো। এদিকে গোল বাঁচানোর প্রচেষ্টায় এগিয়ে আসা চেক গোলকিপারের সঙ্গে তার সংঘর্ষ হয়।

দুজনেই ছিটকে পড়ে যান। রোনালদোর মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। এই ইনজুরি উপেক্ষা করেই রোনালদো ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন। নিজে কোনো গোল না পেলেও ডিয়াগো জোটার করা শেষ গোলটিতে তিনি অ্যাসিস্টও করেছেন। ম্যাচটিতে জোড়া গোল করেছেন ডিয়াগো ডালোট। অপর গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button