ক্রিকেটখেলাধুলা

ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখছেন কাকা

স্পোর্টস ডেস্কঃ বার্লিনে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নিয়েছেন ব্রাজিলের সর্বজয়ী ফুটবলার রিকার্ডো কাকা। ভাই রদ্রিগোর সঙ্গে তিন বছর ম্যারাথনের জন্য প্রস্তুতি নিয়েছেন। ওই ম্যারাথনের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে কাকা জানান, এবারের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সাংবাদিকের প্রথম প্রশ্নই ছিল কেন ম্যারাথনে অংশ নিয়েছেন কাকা। জবাবে ২০০২ বিশ্বকাপজয়ী কাকা বলেন, ‘আমি কোচিং করাতে পছন্দ করতাম। পেশাদার ফুটবল ছাড়ার পর ওটা নিয়েই ছিলাম। কিন্তু আমার কোনো লক্ষ্যই দীর্ঘ হয় না। ব্রাজিলিয়ানদের মধ্যে বিষয়টি নিয়ে বলাবলি হচ্ছিল। সে জন্য আমি দৌড়ানোর সিদ্ধান্ত নিই।’

রিয়াল মাদ্রিদে সময়টা তেমন ভালো না কাটলেও, তখনকার কোচ কার্লো আনচেলত্তির অধীন খেলাটা বেশ উপভোগ করেছেন কাকা। তিনি বলেন, ‘সত্যিই দারুণ। আমি শুধু দলের খেলোয়াড়দের নয়, কোচ হিসেবে কার্লো আনচেলত্তির কাজও খেয়াল করি। তার কাজ সত্যিই প্রশংসনীয়।’

এ ছাড়াও কাকা জানান, এবারের ব্যালন ডি’অরে সবচেয়ে ফেবারিট বেনজেমা। সাবেক এসি মিলান খেলোয়াড় কাকা বলেন, ‘আমি মনে করি, সে (বেনজেমা) পরিষ্কার ফেবারিট। তবে আপনি কখনোই শতভাগ দিয়ে বলতে পারবেন না। করিম এখন পরিপূর্ণ খেলোয়াড় এবং ব্যালন ডি’অরের দাবিদার।’

এরপরই বিশ্বকাপের বেশ কিছু প্রশ্ন উঠে আসে সাক্ষাৎকারে। ২০০২ সালের পর দক্ষিণ আমেরিকার কোনো দেশ বিশ্বকাপ জেতেনি। তবে এবার অনেক ভালো সুযোগ আছে দক্ষিণ আমেরিকা দেশের। বিশেষভাবে বলতে গেলে আর্জেন্টিনা-ব্রাজিলের এবার সুযোগ আছে বিশ্বকাপ জেতার।

কাকা বলেন, ‘আমি মনে করি, এবার ব্রাজিল অথবা আর্জেন্টিনার অনেক বড় সুযোগ আছে। কিন্তু ইউরোপের ফুটবল অনেক ভালো। উয়েফা নেশনস লিগ দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য একটি বাধা। কারণ, আমরা ইউরোপের শীর্ষ পর্যায়ের দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি না। এদিকে ব্রাজিল নিজেদের মধ্যে প্রায় সব ম্যাচেই জয় পাচ্ছে, যা দল হিসেবে বেড়ে উঠতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে এটাও সত্য যে, ব্রাজিল ও আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button